দেশের বন্যা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এমন বিপর্যয়ের কালে, দেশব‌্যাপী মানুষ এগিয়ে এসেছে ক্ষতিগ্রস্ত অঞ্চল, জনপদের সাহায‌্যার্থে। দুর্যোগকালীন প্রাথমিক সাড়ায় আপামর মানুষের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক । সামনের দিনগুলোয় এইসকল ক্ষতিগ্রস্ত জনপদে প্রয়োজন হবে সুষ্ঠ পুনর্বাসনের।

আর সেই কাজে, চিত্রভাষা গ‌্যালারিও যুক্ত হতে চায় তার সীমিত সামর্থ‌্য নিয়ে। কোভিড মহামারিকালীন সময়েও ‘চিত্রভাষা’ অনলাইন প্রদর্শনী আয়োজন করে এবং চিত্রকর্ম বিক্রির মাধ‌্যমে তহবিল সংগ্রহ করে একটি করোনা হাসপাতালে অনুদান হিসাবে প্রদান করে।

এবারও চিত্রভাষা গ্যালারি ‘বিপর্যয়: সাড়া ও সহযোগ’ শীর্ষক অনলাইন প্রদর্শনীর আয়োজন করেছে। আমাদের সংগ্রহের নতুন-পুরাতন কিছু চিত্রকর্ম ও আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনী।

শিল্পবোদ্ধা-সংগ্রাহক, বন্ধু-স্বজন, সর্বোপরি বন‌্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে ইচ্ছুক যে-কেউ এই প্রদর্শনীর যে-কোনও ছবি সংগ্রহ করে দুর্গতদের পাশে দাঁড়াতে পারেন। অন্য যে-কোনো সময়ের চাইতে আমরা শিল্পকর্মগুলোর অর্থমূল্য কম রেখেছি। প্রদর্শনী থেকে বিক্রিত অর্থ আমরা বন‌্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজে ব‌্যবহার করব। সকলের সাড়া ও সহযোগে তাঁদের দুর্দশা কিছুটা হলেও লাঘব হোক।
শুভকামনা।

Your cart is currently empty.

Return to shop